ইয়াসমিন ছবি

ডিবি হারুনের নিষেধাজ্ঞা কাটিয়ে ‘ইয়াসমিন ছবি’ র কাজ আবার শুরু

সর্বশেষ বিনোদন

ইয়াসমিন ছবি – দিনাজপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ইয়াসমিনের জীবন নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র “আমি ইয়াসমিন বলছি” নিয়ে পরিচালক সুমন ধর গত বছর আলোচনায় আসেন। প্রথম আলোয় ২০২2 সালের ৫ ফেব্রুয়ারিতে ছবিটির খবর প্রকাশিত হয়। কিন্তু পরিচালক সুমন ধর জানান, ওই প্রতিবেদনের দিনই তাঁকে ফোন করে ডিবি প্রধান হারুন অর রশীদ ছবিটির নির্মাণ বন্ধের নির্দেশ দেন।

পরিচালক সুমন বলেন, প্রথমে জায়েদ খান তাঁকে ফোন করে ডিবি অফিসে যেতে বলেন, যেখানে উপস্থিত ছিলেন ডিবির প্রধান হারুন অর রশীদ। হারুন তাঁকে জানান, “আমি ইয়াসমিন বলছি” সিনেমাটি নির্মাণ করা যাবে না এবং তাকে অন্য শক্তিশালী গল্পগুলো বেছে নিতে পরামর্শ দেন। সুমন জানান, তিনি অনেক পরিশ্রম করে ২০১৭ সাল থেকে ছবিটির ওপর কাজ করে যাচ্ছেন। কিন্তু হারুন তাকে ছবিটি বন্ধ করার নির্দেশ দেন এবং পরিবর্তে অন্য গল্প বেছে নেওয়ার প্রস্তাব দেন।

এছাড়া, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও একই নির্দেশনা পান। মিম বলেন, হারুন অর রশীদ সরাসরি তাঁকে ফোন করে সিনেমাটি না করার কথা বলেন, যা তাঁকে অবাক করে এবং মন খারাপ করে দেয়।

যদিও ছবিটির কাজ ডিবি প্রধানের হস্তক্ষেপে বন্ধ হয়ে গিয়েছিল, পরিচালক সুমন ধর এখন ঘোষণা করেছেন যে ছবিটির কাজ আবার শুরু হচ্ছে। সুমন জানান, ছবিটির প্রি-প্রোডাকশন সম্পন্ন হয়েছে এবং শিগগিরই শুটিং শুরু হবে। দিনাজপুর ও ঢাকার বিভিন্ন আউটডোরে শুটিং হবে।

“আমি ইয়াসমিন বলছি” ছবিটি ১৯৯৫ সালের ২৩ আগস্ট দিনাজপুরে সংঘটিত ইয়াসমিন হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *